১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের পশ্চিমে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বোম্ব

যুক্তরাষ্ট্রের পশ্চিমে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বোম্ব - ছবি : ইউএনবি

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে চলেছে ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বোম্ব’। হারিকেনে রূপ নিয়ে এটি সমতলে বন্যা এবং পর্বতমালায় ব্যাপক তুষারপাত ঘটাতে পারে বলে জানিয়েছে ওয়েদার নেশন টিভি।

খবরে বলা হয়েছে, এই মধ্য-অক্ষাংশীয় ঝড়টি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মধ্যে আঘাত হানতে পারে। ওয়াশিংটন থেকে ওরেগন রাজ্য এবং উত্তর ক্যালিফোর্নিয়ার লাখ লাখ বাসিন্দা এই ঘূর্ণিঝড়ে প্রভাবিত হতে পারেন।

ক্যালিফোর্নিয়া উপকূলের কিছু এলাকায় ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে।

ঝড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টি, বড় বড় ঢেউ সৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement