১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য

গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য - ছবি : এপি

গাজার রাস্তায় কমপক্ষে তিন লাখ টন বর্জ্য জমা আছে। ফিলিস্তিনের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী তারিক জোউরব বার্তা সংস্থা ওয়াফাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজার সড়কগুলোতে অন্তত তিন লাখ টন বর্জ্য জমা হয়েছে। এতে ভূখণ্ডের পরিবহন এবং যোগাযোগ অবকাঠামোর অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। এই অবকাঠামোর ক্ষতি প্রায় ৪ দশমিক ৮ বিলিয়নে পৌঁছে গেছে।

কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে স্ট্রিপ থেকে বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে জোউরব বলেন, গাজা উপত্যকার রাস্তায় কমপক্ষে তিন লাখ টন ‘কঠিন বর্জ্য’ রয়েছে।

জুন মাসে ইউএনআরডব্লিউএ শুধুমাত্র মধ্য গাজাতেই মানুষের তাঁবুর কাছে আনুমানিক এক লাখ টন বর্জ্যের কথা জানিয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement