ইসরাইলি হেফাজতে ২ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
ইসরাইলি হেফাজতে দুই ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স কমিশন এবং প্রিজনারস সোসাইটি নামের দুই মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।
মৃত দুই বন্দী হলেন নাবলুসের সামিহ এলিভি (৬১) এবং গাজার আনোয়ার এসলিম (৪৪)। এলিভি রামলেহ কারাগারে বন্দী ছিলেন। আর এসলিম ছিলেন নেগেভ কারাগারে।
সংস্থা দু’টি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এলিভি রামলেহ কারাগারে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়। পরে সেখান থেকে আসাফ হারোফেহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ৬ নভেম্বর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিবৃতিতে আরো বলা হয়, এলিভির মৃত্যুর পর তা জানাতে বিলম্ব করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। তিনি গত বছরের অক্টোবরে আটক হয়েছিলেন।
এদিকে এসলিম নেগেভ কারাগারে বন্দী ছিলেন। অসুস্থ হলে তাকে সোরোকা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার স্বাস্থ্যের দ্রুত অবনতির কারণে তিনি পথিমধ্যেই মারা যান।
সূত্র : মিডল ইস্ট মনিটর