দ্বীপ নিয়ে ইরান-আমিরাতের বিরোধ : শত বছরের মানচিত্র উত্থাপন তেহরানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৩০
দীর্ঘদিন ধরে উপ-সাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপকে নিয়ে আরব আমিরাতের সাথে বিরোধ চলছে ইরানের। তেহরান দ্বীপগুলোকে নিজেদেরকে বলে দাবি করে আসছে। সম্প্রতি এর পক্ষে তারা ১৯০৮ সালের একটি ব্রিটিশ মানচিত্র পেশ করেছে।
বিরোধপূর্ণ দ্বীপগুলো হলো আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব। হুরমুজ প্রণালীর প্রবেশপথে দ্বীপগুলোর অবস্থান। আরব উপ-সাগর থেকে ওমান উপ-সাগরে প্রবেশের জন্য তেল ট্যাঙ্কারগুলোকে এই দ্বীপপুঞ্জ পাড়ি দিতে হয়।
ইরান দেখিয়েছে যে ১৯০৮ সাল থেকে দ্বীপগুলোকে নিয়ন্ত্রণ করতো ব্রিটেন। এরপর যখন তারা সেখান থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়, ইরান এগুলো নিয়ন্ত্রণে নেয়।
এদিকে, দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে শারজাহ আমিরাত আবু মুসা দ্বীপকে আর রাস আল-খাইমার আমিরাত অন্য দু’টিকে নিজেদের বলে দাবি করেছে।
গত মাসে দ্বীপপুঞ্জে ইরানের ‘দখলের’ নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছিল ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এতে দুই দেশের মাঝে বিরোধ আরো ঘনীভূত হয়। পরে ১৩০ বছর আগের ওই মানচিত্র পেশ করে ইরান।
সূত্র : মিডল ইস্ট আই