তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ২৩:৩১
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র এবং অপর তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো।
ইসরাইলের সুপ্রিম কোর্ট রোববার ঘোষণা করেছে, নিরাপত্তা তথ্য ফাঁস মামলায় চার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা ও মুখপাত্র এলি ফেল্ডস্টেইনও রয়েছে। এই ব্যক্তি দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে কাজ করতো। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
ইসরাইলি সূত্রগুলো বলছে, ইসরাইলের চার কর্মকর্তা গ্রেফতার হয়েছে। তারা সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। আর এই তথ্য ফাঁসের কারণে গাজায় এবং লেবাননে চলমান যুদ্ধে দখলদার ইসরাইল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন ধরেই ইসরাইলের সেনাবাহিনীসহ কয়েকটি সংস্থা গোপন ফাঁসের বিষয়ে তদন্ত করছে। ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ এবং ইসরাইলের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ এই ঘটনার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লেবাননেও এখন একই কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা