০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

বৈদ্যুতিক আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও ভারত

- ছবি : গালফ নিউজ

ভারত এবং সৌদি আরবের মধ্যে বৈদ্যুতিক আন্তঃসংযোগের সম্ভাব্যতা অন্বেষণ করতে সৌদি জাতীয় বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি এবং ভারতের কেন্দ্রীয় ট্রান্সমিশন ইউটিলিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সৌদি নিউজ আউটলেট জানিয়েছে, সৌদি-ইন্ডিয়া কৌশলগত অংশীদারিত্ব পরিষদের অধীনে সৌদির জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান এবং ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সভাপতিত্বে অর্থনীতি ও বিনিয়োগ কমিটির দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হয়।

আব্দুল আজিজ ২০২৩ সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভারত সফরের সফল ফলাফল তুলে ধরেন, যার মধ্যে অংশীদারি পরিষদের উদ্বোধনী বৈঠক এবং সহযোগিতার জন্য বিভিন্ন উদ্যোগের সূচনা অন্তর্ভুক্ত ছিল।

আলোচনায় শিল্প, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু বিজ্ঞান, টেকসই পরিবহন এবং নগর গতিশীলতা বৃদ্ধিসহ একাধিক সেক্টরে যৌথ প্রচেষ্টার অগ্রগতি কভার করা হয়েছে।

বৈঠকে লজিস্টিক পরিসেবা, তারবিহীন যোগাযোগ, টেকসই কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রশাসনে সহযোগিতা, সেইসাথে লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন প্রচেষ্টা এবং কৃষি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগুলো অন্বেষণ করা হয়।

সূত্র : গালফ নিউজ


আরো সংবাদ



premium cement