পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৪, ১৩:৩৭
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৫২ জন নিহত হয়েছে। এই হামলার জন্য ইসরাইলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘বালবেক-হারমেল অঞ্চলে আজকের ইসরাইলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে।’
এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।
এদিকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে কমপক্ষে ১০ দফা হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।
নগরীর উপকণ্ঠে বিস্ফোরণের পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা যায় এএফপি টিভির ভিডিও ফুটেজে। ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশের পর সেখানে এমন দৃশ্য দেখা যায়।
ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) পরিবেশিত খবরে বলা হয়, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা