০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলি হামলায় লেবাননে প্রতিদিন নিহত হচ্ছে ১ শিশু

ইসরাইলি হামলায় লেবাননে প্রতিদিন নিহত হচ্ছে ১ শিশু - ছবি : সংগৃহীত

ইসরাইলি হামলায় লেবাননে প্রতিদিন একজন করে শিশু নিহত হচ্ছে। এছাড়া আরো ১০ জন করে আহত হচ্ছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক এ তথ্য জানিয়েছেন।

ইউনিসেফ বলছে, ৪ অক্টোবর থেকে লেবাননে ইসরাইলি হামলায় প্রতিদিন অন্তত একজন শিশু নিহত এবং ১০ জন আহত হয়েছে।

লেবাননে ‘চলমান যুদ্ধ শিশুদের জীবনকে বিপর্যস্ত করছে’ বলেও মন্তব্য করেন সংস্থাটি।

ইউনিসেফ জানিয়েছে, ‘যারা বহু মাস ধরে অবিরাম বোমা হামলায় শারীরিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে থাকা আরো হাজার হাজার শিশু এখন তাদের চারপাশের সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে তীব্র বিপর্যস্ত।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ এবং ইসরাইল সীমান্তজুড়ে গুলি বিনিময় শুরু করার পর থেকে ১৬৬ শিশু নিহত হয়েছে। কমপক্ষে এক হাজার ১৬৮ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement