গাজা যুদ্ধ : ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৫১, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৫৫
আগামী ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে সৌদি আরব। সেখানে গাজা ও লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে আলোচনা করা হবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনটি আগামী ১১ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত হবে। সেখানে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করা হয়েছে। একইসাথে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করায়ও নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় ৪৩ হাজার ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ এক হাজার ৫১০ জন আহত হয়েছে।
এদিকে, লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজার ৭৯২ জন নিহত এবং ১২ হাজার ৭৭২ জন আহত হয়েছে।
সূত্র : সিয়াসত ডেইলি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা