২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি

- ছবি : রয়টার্স

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) শুক্রবার জানিয়েছে, তারা গাজায় যুদ্ধপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এক বিচারককে বদলি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তিন বিচারকের প্যানেল থেকে রোমানিয়ার ম্যাজিস্ট্রেট ইউলিয়া মোটোককে সরিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে তার স্বাস্থ্যগত কারণ সামনে আনা হয়েছে। তাকে সরানোর পরপরই তার স্থলবর্তী করা হয়েছে স্লোভেনীয় আইসিসির বিচারক বেটি হোহলারকে।

এই পদক্ষেপ গাজায় যুদ্ধপরাধের অভিযোগে করা ওই মামলার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে মামলার বিষয়টি আরো বিলম্বিত হতে পারে। কারণ নতুন বিচারকের ফাইলগুলো ধরতে সময় লাগবে।

মে মাসে প্রসিকিউটররা নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং তিনজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলেন। তারা বলেছিলেন, তারা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।

আদালতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে পূর্ববর্তী মামলায় গ্রেফতারি পরোয়ানার অনুরোধের বিষয়ে রায় দিতে সাধারণত তিন মাস সময় লেগেছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement