লেবাননের ১৪ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ অক্টোবর ২০২৪, ১৭:০৪
লেবাননের ১৪ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। রোববার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী লেবাননের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি সম্প্রসারণ করেছে। এরই ধারাবাহিকতায় তারা দক্ষিণাঞ্চলের ১৪টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তা না হলে নিহত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক্সবার্তায় দাবি করেছেন, হিজবুল্লাহর উপাদান, সুবিধা বা অস্ত্র কাছাকাছি রয়েছে। বাসিন্দাদের অবশ্যই আওয়ালি নদীর উত্তরে সরে যেতে হবে।
তিনি আরো বলেন, ‘আপনাদেরকে দক্ষিণে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণে যেকোনো আন্দোলন আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। যে কেউ হিজবুল্লাহর সুযোগ-সুবিধা বা অস্ত্রের কাছাকাছি থাকবে, সে তার জীবনকে বিপদে ফেলবে।’
সূত্র : আল জাজিরা