২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের - ছবি : আল-জাজিরা

ইরানের ওপর ইসরাইলের হামলা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। শনিবার (২৬ অক্টোবর) সকালে তিনি এ ঘোষণা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলের সামরিক বাহিনী ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের আক্রমণের ইসরাইলি প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

তিনি আরো বলেন, ইরান যদি প্রতিশোধমূলক নতুন হামলা চালায়, ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে।

এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে এ হামলা চালায়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল