১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

ইরানে হামলার ইসরাইলি হুমকি, ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান

ইরানে হামলার ইসরাইলি হুমকি, ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাম্প্রতিক বার্লিন সফরের শেষদিকে ইরানে হামলা চালানোর ইসরাইলি হুমকির ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার পরিণতি সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

বাইডেন শুক্রবার জার্মানি সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইসরাইল কখন ও কিভাবে দেবে তা তার জানা আছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে বাইডেনের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইরানে হামলার সময় ও ধরন সম্পর্কে যার জ্ঞান আছে কিংবা এমন কাজ করতে যে ইসরাইলকে সমরাস্ত্র বা পৃষ্ঠপোষকতা দেবে, যুক্তিসঙ্গতভাবে সম্ভাব্য যেকোনো ক্ষয়ক্ষতির দায় তাকে নিতে হবে।’

ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশন নিহত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্যধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসঙ্ঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এসব হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন। তেহরানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আক্রান্ত হলে ইসরাইলে পরবর্তী আঘাত হবে ‘সিদ্ধান্তমূলক’।
সূত্র : প্রেস টিভি


আরো সংবাদ



premium cement
চ্যালেঞ্জিং সময় পেরিয়ে পোশাকশিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ গুয়াতেমালার কারাবন্দী সাংবাদিক জামোরাকে গৃহবন্দী করার রায় দিয়েছে আদালত জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক বাংলাদেশে কি আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে নির্বাচন সম্ভব? যেখানে বৈষম্য, সেখানেই প্রতিবাদ : জাতীয় মানবাধিকার সোসাইটির কনভেনশনে বক্তারা সাঁথিয়ায় ৪৫ হাজার জাল টাকাসহ যুবক গ্রেফতার ‘দেশবাসী জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখছে’ আ.লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না : কাদের গনি সাকিব নয়, সিমন্সের ভাবনায় বাংলাদেশ ‘অন্তবর্তী সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে, যা জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে’

সকল