১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

রাফায় ইসরাইলি সেনাদের হত্যার দাবি হামাসের

ইসরাইলি সেনারা - ছবি : আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি সেনাদের হত্যার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করছিল ইসরাইলি বাহিনী। এ সময় হামাস যোদ্ধারা একটি এন্টিপারসোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন ইসরাইলি সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, রাফার আল জেইনা শহরের পাশ্ববর্তী একটি শহরে এই ঘটনা ঘটে।

কাসসাম ব্রিগেডস আরো জানিয়েছে, একই এলাকায় ইসরাইলের দু’টি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে হামাস যোদ্ধারা। এ সময় তারা ইয়াসিন রকেট সিস্টেম ব্যবহার করে।

তবে এ ঘটনায় ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্র : আল জাজিরা ও আনাদোলু এজেন্সি 


আরো সংবাদ



premium cement