১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

দক্ষিণ লেবাননে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করল ইসরাইল

দক্ষিণ লেবাননে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করল ইসরাইল - ছবি : রয়টার্স

দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইসরাইল। রোববার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরাইল দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের গোষ্ঠীটি বলেছে, ইসরাইলি সামরিক বাহিনী নিষিদ্ধ ক্লাস্টার বোমা ভর্তি রকেট দিয়ে হানাইন এবং তাইরি শহরের মধ্যবর্তী এলাকায় বোমাবর্ষণ করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইসরাইলের এই নতুন বর্বর অপরাধে বিস্মিত নই। যা লেবানিজ ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অপরাধের রেকর্ডে যুক্ত হয়েছে।’

জেনেভা কনভেনশনের অধীনে বা কাছাকাছি জনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার যুদ্ধাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। কারণ এতে বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়ে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement