১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

ফিলিস্তিনিদের প্রধান ফসল তুলতে দিচ্ছে না ইসরাইল

- ছবি : আনাদোলু এজেন্সি

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রধান ফসল জলপাই তুলতে দিচ্ছে না ইসরাইল।

গত বছর গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর আরোপিত বিধিনিষেধের সুযোগ নিয়ে ইসরাইলিরা বিভিন্নভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও কৃষি জমিতে হামলা চালিয়ে আসছে।

এই হামলার কারণে, ফিলিস্তিনি কৃষকরা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরাইলিদের দখলকৃত এলাকার কাছাকাছি তাদের জমিতে কাজ করতে ভয় পাচ্ছেন।

দখলকৃত পশ্চিম তীরের শহর নাবলুসের উত্তর অংশের বাসিন্দারা মাদমা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর দ্বারা আরোপিত বিধিনিষেধ এবং আক্রমণের কারণে তাদের ৫ হাজার একর (প্রায় ২০.২৩ বর্গ কিমি) জলপাই গাছ কাটাতে পারছেন না ।

ফিলিস্তিনিদের জমি দখল
ফিলিস্তিনের কৃষিমন্ত্রী রেজক বাশির-সেলিমিয়া গণমাধ্যমে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনীর দ্বারা আরোপিত চলমান বিধিনিষেধ এবং ইসরাইলিদের আক্রমণ ফিলিস্তিনি কৃষকদের প্রভাবিত করছে।

উল্লেখ্য, পশ্চিম তীরের অন্তত ১ লাখ একর (প্রায় ৪০৪.৬৯ বর্গ কিমি) জলপাই গাছ রয়েছে।

ফসল তুলতে গিয়ে আক্রমণের শিকার ফিলিস্তিনিরা
প্রধান ফসল জলপাই তুলতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন নাবলুসের মাদমা শহরের বাসিন্দারা। দখলদার ইসরাইলিরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে মারধর করে ও হুমকি দেয়। এছাড়া ফিলিস্তিনিদের কৃষি সরঞ্জাম চুরিসহ ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত করেছে তারা।

মাদমা টাউন কাউন্সিলের প্রধান আবদুল্লাহ জিয়াদে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন,
‘একদল ইসরাইলি জলপাই তুলতে আসা লোকদের ওপর আক্রমণ চালায়। এমনকি তারা কৃষকদের ওপর গুলি চালিয়ে তাদের জলপাই গাছ থেকে দূরে সরিয়ে দেয়।’

জিয়াদে উল্লেখ করেন, ‘ইসরাইলিরা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে দখল করেছে। এই অঞ্চলে ধর্মান্ধ ইহুদিরা প্রতিনিয়ত পাশে বসবাস করা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে তাদের বাগান থেকে ফসল চুরি করে নিয়ে যায়। এমনকি ফিলিস্তিনিদেরই তাদের বাগানে যেতেও বাধা দেয় এই ইহুদিরা।’

জিয়াদে বলেন, ‘এত কিছুর পরেও ইসরাইলি সেনাবাহিনী আক্রমণকারীদের রক্ষা এবং ফিলিস্তিনিদের ওপর উল্টো বিধিনিষেধ আরোপ করেছে।’

তিনি বলেন, ‘এই মুহুর্তে, আমাদের ৫ হাজার একর (প্রায় ২০.২৩ বর্গ কিমি) জমিতে প্রবেশের অনুমতি নেই, যার বেশিরভাগ জলপাই গাছ লাগানো হয়েছে। এটি অবৈধ বসতির কাছাকাছি হওয়ায় প্রায় ৭০ শতাংশ জমিতে প্রবেশ করা কঠিন।’

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে মাদমার উত্তর অংশে খোলার জায়গায় একটি ধাতব বাধ তৈরি করে। এরপর থেকেই তারা ফিলিস্তিনিদের তাদের জমিতে যেতে দেয়নি।

জিয়াদে বলেন, ‘দখলদার ইসরাইলিদের দাবি তারা নাকি নিরাপত্তার কারণে ফিলিস্তিনিদের ওপর এই বিধিনিষেধ আরোপ করেছে। মূলত তারা অবৈধ বসতি প্রসারিত করার লক্ষ্য এটা করছে।’

ইসরাইলি প্রশাসনের আরোপিত বিধিনিষেধ কারণে ফিলিস্তিনি কৃষকরা তাদের আয়ের উত্স থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে জিয়াদে বলেন, ‘তাদের কাজগুলো উসকানিমূলক। ফিলিস্তিনিরা নিজের চোখে দখলদারদের জমিতে ঘুরে বেড়াতে দেখছে অথচ নিজেদের জমিতে তারা নিজেরাই যেতে পারছে না।’

‘আমরা প্রতিদিন হামলার শিকার হচ্ছি’
জমিতে কাজ করার সময় আক্রমণের শিকার হওয়া মাদমা এলাকার ৬৭ বয়সী কৃষক আবদুর রহিম আসাদ বলেন, ‘প্রতিদিন, আমরা ইতিজার সেটেলমেন্ট গার্ড এবং বসতি স্থাপনকারীদের দ্বারা আক্রমণের শিকার হই। তারা চায় না তাদের বাগানে কেউ আসুক। কিছু দিন আগে, ইতিজার বসতি প্রহরী আমাদের জলপাই কাটার সরঞ্জাম এবং আমরা কাটা জলপাই চুরি করেছিল।’

তিনি আরো বলেন, ‘জমিটি আমাদের, কিন্তু দখলদার জমিটি বন্দোবস্ত প্রকল্পের জন্য উপযুক্ত করার জন্য খালি করার চেষ্টা করছে।’

আসাদ, মাদমা এলাকায় ১৭ একর (প্রায় ০.০৭ বর্গ কিমি) জলপাই গাছের মালিক।

তিনি বলেন, ‘জলপাই গাছ ফিলিস্তিনিদের ঐতিহাসিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। সকল প্রতিকূলতা সত্ত্বেও আমরা আমাদের জমি ছাড়ব না। আমাদের বন্দুকের গুলিতে আমাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছে, আমরা আবার এ জমিতে ফিরে আসবো।’

হামলা অব্যাহত রেখেছে ইসরাইল
মাদমার কাছে বসবাসকারী ফিলিস্তিনি কর্মী বাশার কারুউতি বলেন, ‘ইতিজার বসতি থেকে একদল ইসরাইলি নাবলুসের নিকটবর্তী হুওয়ারা শহরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করে, তাদের মারধর করে, তাদের জলপাই গাছ ধ্বংস করে এবং তাদের ফসল চুরি করে।’

‘এ বছর জলপাইয়ের ফলন প্রচুর, কিন্তু ইসরাইলি বসতি স্থাপনকারীরা শান্তি নষ্ট করছে। ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষায় তারা জীবন্ত বুলেটসহ বিভিন্ন উপায়ে হামলা চালায়।’

রামাল্লার পশ্চিমে রান্টিস শহরে বসবাসকারী মাজিদ খলিফ বলেন, ইসরাইলিরা জলপাই কাটার ফিলিস্তিনিদের ওপর অবরোধ আরোপ করেছে।

খলিফ উল্লেখ করেছেন যে এই কাজগুলি ইসরাইলি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল।

'ফসল কাটার কঠিন সময়'
ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি হামলা ও গণহত্যা চলছে। এটি ফসল কাটার কঠিন সময় বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের কৃষিমন্ত্রী রিজক সেলিমিয়ে

সেলিমিয়ে জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জলপাই চাষ এবং ফিলিস্তিনি কৃষকদের সুরক্ষা নিয়ে বৈঠক করেছেন।

সেলিমিয়ে বলেন, ধারাবাহিক আক্রমণ এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের জন্য একটি কঠিন এবং বিপজ্জনক সময় অপেক্ষা করছে।

তিনি যোগ করে বলেন, গত বছর ফিলিস্তিনিদের জমি দখলকারী ইসরাইলিদের আক্রমণের কারণে কৃষকরা ১ লাখ একর (প্রায় ৪০৪.৬৯ বর্গ কিমি) জলপাইয়ের গাছ কাটাতে পারেনি।

এ বছর একই রকম ঝুঁকির মুখোমুখি হয়েছেন বলেও জানান সেলিমিয়ে

ইসরাইলি তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৭ লাখ ২০ হাজারের বেশি ইসরাইলি বসবাস করছে বলে অনুমান করা হয়।

অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৭৪৪ ফিলিস্তিনি, ১৬০ শিশুসহ, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি জমি দখলকারী ইসরাইলি সৈন্য এবং ইসরাইলিদের আক্রমণে নিহত হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement