১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি ইসরাইলের

- ছবি : এএফপি

হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি করেছে ইসরাইল। রোববার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের একটি ভূগর্ভস্থ বাঙ্কার থেকে হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে ইসরাইলি সেনারা। তারা জিজ্ঞাসাবাদের জন্য ওই যোদ্ধাকে ইসরাইলে নিয়ে গেছে।

সেনাবাহিনী বলেছে, তাকে ভূগর্ভস্থ ৭ মিটার (২৩ ফুট) গভীরের একটি বাঙ্কার থেকে আটক করা হয়। এ সময় তার কাছে অস্ত্র ছিল।

ইসরাইলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দক্ষিণ লেবাননের একটি অনির্দিষ্ট স্থানের বাঙ্কার থেকে তাকে বের করে আনা হচ্ছে। এ সময় হিজবুল্লাহ যোদ্ধার মুখকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। তাকে বাইরে আসার আগে অস্ত্র ফেলে দিতে বলা হয়েছিল।

এ বিষয়ে হিজবুল্লাহর কোনো মন্তব্য জানা যায়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement