৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৭ অক্টোবর হামলা : হিজবুল্লাহ-ইরানকে সাথে চেয়েছিল হামাস

ইসরাইলে হামাসের রকেট হামলা - ছবি : টাইমস অব ইসরাইল

চলমান যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে। যুদ্ধটি আরো আগেই শুরু হওয়ার ছিল। কিন্তু হামাস নেতারা এর পক্ষে ইরান ও হিজবুল্লাহর সহযোগিতা চাচ্ছিল। তাদের সাথে বোঝাপাড়া প্রলম্বিত হওয়ায় হামলাটা দেরিতে হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যম এ জাতীয় তথ্য দিয়েছে বলে দাবি করেছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে আরো বলা হয়, হামাস হামলাটি ৯/১১ ধরনে করতে চেয়েছিল। সেজন্য আরো দুই বছর আগ থেকে দলটি নিজেদের সামরিক ও রাজনৈতিক নেতাদের পর্যায়ে একাধিক বৈঠক করেছে। ওসব বৈঠকে হামলার রসদ নিয়েও আলোচনা হয়েছিল। এছাড়া হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইরানি কর্মকর্তাদের সাথেও নানা চিঠির আদান-প্রদান হয়েছিল।

শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি প্রাথমিক প্রতিবেদনে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত মোট বিস্তৃত ১০টি সভার কার্যবিবরণী বিশদ বিবরণ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জানুয়ারি মাসে খান ইউনিসের হামাস নিয়ন্ত্রণকেন্দ্রে একটি কম্পিউটারে বিষয়টি আবিষ্কৃত হয়েছিল।

টাইমস বলেছে, এই কম্পিউটার থেকে উদ্ধার করা তথ্যের মাধ্যমে নথিগুলোর সত্যতা যাচাই করা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পৃথক এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও এমন তথ্য পাওয়া গেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement
দেশপ্রেম ও আত্মনির্ভরতা দিতে পারে সমৃদ্ধি আধিপত্যবাদের বাংলাদেশবিরোধী বিষোদগার ‘সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন সংস্কার করে ব্যবহার সম্ভব’ সিলেট-জকিগঞ্জ সড়কে হঠাৎ বাস চলাচল বন্ধ, ভোগান্তি যাত্রীদের রাষ্ট্রব্যবস্থায় প্রশাসনিক সংস্কার বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি উড়ন্ত লিভারপুলের কাছে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফোটানো বন্ধে মোবাইল কোর্ট পিলখানা হত‍্যাকাণ্ডের বিচার চাইলে অমানুষিক নিপীড়ন করা হতো যমুনা রেলসেতু চালু হচ্ছে জানুয়ারির শেষ দিকে শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা বৈষম্যবিরোধী ছাত্রদের

সকল