২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপর্যুপরি বিমান অভিযান

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপর্যুপরি বিমান অভিযান - সংগৃহীত

সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) কয়েকটি শিবিরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চল এবং এর বাইরে গ্রুপটির তৎপরতা দমাতে এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে।

কেন্দ্রীয় কমান্ড বলেছে, শুক্রবার এ বিমান হামলা চালানো হয়। তবে সিরিয়ার ঠিক কোন অংশে এটি চালানো হয়, তা সুনির্দিষ্টভাবে জানায়নি।

সিরিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে আর একইসাথে রয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি নেতৃত্বে সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস, যারা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তৎপর ছিল।

আইএস তাদের ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় অনেক স্থানই দখল করে এবং ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার একটি বড় অংশে খেলাফত ঘোষণা করে। কিন্তু ২০১৭ সালে তারা ইরাকে পরাজিত হয়। ২০১৯ সালের মার্চ মাসে তারা সিরিয়ার পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত ভূমিটিও হারায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, শুক্রবারের আক্রমণ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যেমন, তেমনি গোটা অঞ্চলজুড়ে এবং তার বাইরেও ইসলামিক স্টেটের পরিকল্পনা করা, সংগঠিত হওয়ার সক্ষমতাকে খর্ব করবে।

তারা বলছে, এই লড়াইয়ে ক্ষতির মূল্যায়ন চলছে এবং এতে কোনো বেসামরিক লোকের হতাহত হয়নি।

গত মাসে ইরাকের সামরিক বাহিনী বলেছে, ইরাকি বাহিনী ও মার্কিন সৈন্যরা এক শীর্ষ আইএস কমান্ডারকে হত্যা করেছে। যাকে দীর্ঘ দিন খুঁজছিল যুক্তরাষ্ট্র। ওই অভিযানে আরো কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়।

আইএস ক্ষমতায় থাকাকালীন যে অঞ্চলে শাসন চালয়েছে তা ব্রিটেনের অর্ধেক অঞ্চলের সমান।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement