নাসরুল্লাহর উত্তরসূরীর উত্তরসূরীকে হত্যার দাবি ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ অক্টোবর ২০২৪, ০৬:১২
লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ২৭ সেপ্টেম্বর হত্যার পর তার উত্তরসূরী এবং এরপর তারও সম্ভাব্য উত্তরসূরীকে হত্যার দাবি করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহর পরবর্তী প্রধান হিসেবে হাশেম সাফিদ্দিনের কথা আলোচিত হচ্ছিল। গত বৃহস্পতিবার বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। নেতানিয়াহু দাবি করেন, হাশেমের উত্তরসূরী হিসেবে যার নাম শোনা গিয়েছিল, তাকেও হত্যা করা হয়েছে। তবে তার নাম কী, তা তিনি জানাননি।
ইংরেজি ভাষার এক ভিডিওবার্তায় লেবাননের জনসাধারণকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, ইসরাইল হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস করে ফেলেছে। আমরা হিজবুল্লাহর দীর্ঘ দিনের নেতা হাসান নাসরুল্লাহ, নাসরুল্লাহর উত্তরসূরী এবং তার উত্তরসূরীকে হত্যা করেছি।
তিনি বলেন, আজ হিজবুল্লাহ অনেক অনেক বছরের মধ্যে দুর্বল।
হাশেমের মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহ এখন পর্যন্ত স্বীকার করেনি। তবে জানিয়েছে, তারা তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে।
ইসরাইলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগ্যারি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমরা বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদরদফতরে হামলা করেছি। এটি ছিল গোয়েন্দা বিভাগের প্রধান আবু আবদুল্লাহ মোরতাদার সদরদফতর। সেখানেই হাশেম সাফিদ্দিন ছিলেন।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা