০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

গত এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা ইসরাইলের

গত এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা ইসরাইলের - ছবি : রয়টার্স

গাজা উপত্যকায় গত এক বছরে ৪০ হাজারের বেশি স্থাপনায় বোমাবর্ষণ করেছে ইসরাইল। এ সময় তারা হামাসের ৪ হাজার ৭০০টি টানেলের মুখ খুঁজে পেয়েছে এবং এক হাজারটি রকেট লঞ্চার সাইট ধ্বংস করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংকলিত এক স্মারকে এই তথ্য উল্লেখ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সৈন্য জানিয়েছেন, ইসরাইলের সামরিক বাহিনীর হিসাব মতে, চলমান যুদ্ধে ৭২৬ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৩৮০ জন ৭ অক্টোবরের হামলায় আর ৩৪৬ জন ২৭ অক্টোবরের পর মারা গেছে। এই যুদ্ধে আহত হয়েছে ৪ হাজার ৫৭৬ সৈন্য।

অপারেশনাল দুর্ঘটনার ফলে ৫৬ জন সেনা মারা গেছে। এটি সামরিক বাহিনীর হিসাবে উল্লেখ করা হয়নি।

৭ অক্টোবর বার্ষিকী উপলক্ষ্যে সংরক্ষিত স্মারক মতে, ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে তিন লাখ সংরক্ষিত সৈন্যকে বাহিনীতে যুক্ত করেছে। এদের মধ্যে ৮২ শতাংশ পুরুষ ও ১৮ শতাংশ নারী রয়েছে। তাদের প্রায় অর্ধেকের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে।

এই যুদ্ধ গাজা থেকে ইসরাইলে ১৩ হাজার ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে আরো ১২ হাজার ৪০০টি। এছাড়া ৬০টি গুলি সিরিয়া থেকে, ১৮০টি ইয়েমেন থেকে এবং ৪০০টি ইরান থেকে ছোড়া হয়েছে।

স্মারকে আরো বলা হয়েছে, ইসরাইল লেবাননে আট শতাধিক মানুষ হত্যা করেছে। এছাড়া স্থল পথে ছয় হাজার লক্ষ্যবস্তুতে এবং আকাশ পথে ৪ হাজার ৯০০ স্থাপনায় হামলা করেছে।

গত এক বছরে ইসরাইল পশ্চিমতীর এবং জর্দান উপত্যকা থেকে পাঁচ শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত এক বছরে আটজন ব্রিগেড কমান্ডার, ৩০ ব্যাটালিয়ন কমান্ডার এবং ১৬৫ কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এতে ১২০০ জন ইসরাইলি নিহত এবং ২৫০ জন বন্দী হয়। এখনো হামাসের হাতে ১০০ জনেরও বেশি ইসরাইলি বন্দী রয়েছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ইসরাইলের ওপর হামলার জন্য ইরানের এক কমান্ডারকে পুরষ্কৃত করলেন খামেনেই একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল লাইন রেলের নকশা জানুয়ারিতে চট্টগ্রামে সাবেক এমপি মোস্তাফিজুরসহ ৬৭ জনের নামে মামলা জ্বালানি সচিব নূরুল আলমকে ওএসডি করে নতুন সচিব নিয়োগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ২৪ অক্টোবর ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলন করবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ ঘরের মাঠে সাকিবের অবসরের ভাল সুযোগ আছে : ফারুক গ্লোবাল লিগে বরিশালের অনীহা, খেলতে যাচ্ছে রংপুর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমীলার দেশত্যাগে নিষেধাজ্ঞা মাসুদ-শফিকের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

সকল