০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩৭, আহত ১৫১

- ছবি : ইউএনবি

গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে নয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

এছাড়াও, মাউন্ট লেবাননে দুইজন নিহত ও ১৫ জন আহত এবং বালবেক হারমেল প্রদেশে নয়জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরো জানানো হয়, বেকা অঞ্চলে দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। অন্যদিকে, নাবাতিয়েহ প্রদেশে ১৯ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে। এছাড়াও দক্ষিণ প্রদেশে পাঁচজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সাথে সংঘাতে লেবাননে নজিরবিহীন টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার নাম দেয়া হয়েছে ‘উত্তরের তীর’।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরাইল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরাইল সীমান্তে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয় যার তীব্রতা এতই বাড়ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement