০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

তেল আবিবে ড্রোন হামলার দাবি হাউছিদের

- ছবি : আল আরাবিয়া

তেল আবিবে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হাউছি সম্প্রদায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দলটি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনের জাফা নগরী এখন ইসরাইলের রাজধানী। জাফার নতুন নাম তেল আবিব। সেখানে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি জাফা ড্রোন নিক্ষেপ করেছে হাউছি সম্প্রদায়। তবে এ বিষয় ইসরাইলের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।

বিবৃতিতে হাউছিরা জানিয়েছে, তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরাইলি আয়রন ডোম সেগুলোকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।

এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশানের হত্যার প্রতিক্রিয়ায় তেল আবিবে হামলা করেছে ইরান। এতে উত্তর তেল আবিবের অন্তত ১০০টি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামাস ও হিজবুল্লাহ উভয়ের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সঙ্ঘাতে রূপান্তরিত হওয়ার উচ্চতর আন্তর্জাতিক আশঙ্কার মধ্যে এই হামলা হয়েছে।

সূত্র : এএফপি, আল জাজিরা, আল আরাবিয়া ও অন্যান্য


আরো সংবাদ



premium cement