০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি বিমান হামলায় বৈরুতে নিহত ৫

ইসরাইলি বিমান হামলায় বৈরুতে নিহত ৫ - সংগৃহীত

লেবাননেন বৈরুতে ইসরাইলের চালানো এক বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

এ তথ্য জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।

বহুতল যে ভবনটিতে বিমান হামলা হয়েছে, সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল, যেখানে হিজবুল্লাহর আসা-যাওয়া ছিল বলে বলা হচ্ছে।

আক্রমণের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘নির্ভুল’ আঘাত হেনেছে।

বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের পার্লামেন্টের কাছাকাছি এলাকায় ইসরাইলি হামলা এবারই প্রথম। যেখানে হামলা হয়েছে, সেই স্থানটি দেশটির পার্লামেন্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।

এর আগে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর এটিই ছিল ইসরাইলের প্রথম ক্ষতি। ওই ঘোষণা দেয়ার পরপরই লেবাননে এই হামলা হলো।

এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালাল ইসরাইল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলায় সায় দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement