২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত : লেবানন

- ছবি : সংগৃহীত

লেবানন মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে ইসরাইলি বোমা হামলায় মৃত্যুর সংখ্যা ৫৫৮ জনে দাঁড়িয়েছে।

২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধের পর থেকে সহিংসতার সবচেয়ে মারাত্মক দিন হিসেবে দেখা হচ্ছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে এএফপি স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘এখন পর্যন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শিশু ও ৯৪ নারীসহ ৫৫৮ জনের মৃত্যু রেকর্ড করেছে।’

তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টত ইসরাইলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলেছিল যে তারা কেবল যুদ্ধ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। দুর্ভাগ্যবশত, সত্য হলো যে গতকালের হামলায় নিহতদের সবাই না হলেও বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরস্ত্র, যারা তাদের বাড়ি-ঘরে নিহত হয়েছে।

তিনি বলেন, এ হামলায় মোট ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন, যারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের মধ্যে চারজন রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মী। এরা হিজবুল্লাহর মিত্র আমালের সাথে যুক্ত।

আবিয়াদ আরো বলেন, মঙ্গলবার সীমান্তের কাছে বিনতে জবেল হাসপাতালে ইসরাইলি হামলায় ১৬ জন জরুরি কর্মী এবং দমকলকর্মী আহত হয়েছেন।

আবিয়াদ জানান, শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত শিশুসহ ৫৫-এ দাঁড়িয়েছে। এ হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল নিহত হন।

এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ওই হামলায় ৪৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরিত গোলাবারুদের বিভিন্ন অংশ উদ্ধার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আবারো মূল নীতি হার বাড়াল বাংলাদেশ ব্যাংক বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই ড. ইউনূসের সাথে বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের যশোরে আলোচিত সেই রফিক ও স্ত্রী ঝর্নার বিরুদ্ধে দুদকের মামলা ব্রিকস সম্মেলনে যাবেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক হবে পুতিনের সাথে হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ডিসিদের পদায়নে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

সকল