২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হিজবুল্লাহর অবস্থানে ইসরাইলের ৪০০ হামলা

হিজবুল্লাহর অবস্থানে ইসরাইলের হামলা - ছবি : আল জাজিরা

হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে ৪০০ হামলার দাবি করেছে ইসরাইল। অপরদিকে ইসরাইলের হাইফা শহরের চলমান যুদ্ধের সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ।

রোববার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, কয়েক ডজন ইসরাইলি যুদ্ধবিমান নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এবং হুমকি দূর করার জন্য লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে ব্যাপক হামলা চালিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সিও শনিবার সন্ধ্যায় বড় ধরনের হামলার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি জানান, দেশের এমন পরিস্থিতিতে নিউইয়র্কে জাতিসঙ্ঘের বার্ষিক সাধারণ পরিষদে তার সফর বাতিল করেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হয়েছে।

ভারী সশস্ত্র মুখোশধারী ইসরাইলি সৈন্যরা দখলকৃত পশ্চিমতীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরোতে হামলা চালায়। তারা নেটওয়ার্কের কভারেজ কমাতে তাদের সর্বশেষ চাপে ৪৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement