শাবিপ্রবির শিক্ষার্থীদের তিন দফা দাবি মানতে হবে
- ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের নিষ্ঠুর হামলা কতটুকু অমানবিক তা প্রকাশের ভাষা নেই। অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেটসহ সাউন্ড গ্রেনেডের শিকার হতে হয় নিরস্ত্র শিক্ষার্থীদের। যা একটি রাষ্ট্রের জন্য, পুরো জাতির জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার সুবিশাল জায়গা, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা উদারতা শিখবে। কিন্তু আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে শাবিপ্রবির শিক্ষার্থীদের হতে হয়েছে রক্তাক্ত, যে বিশ্ববিদ্যালয়ে কলমের কালির দাগ থাকার কথা, সে বিশ্ববিদ্যালয়ে লেগে আছে রক্তের দাগ। যেটা মোটেও কাম্য নয়। এ মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হামলাকারী পুলিশসহ জড়িত সবাইকে বিচারের আওতায় এনে শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিতে রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা