২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অশ্লীল ও বিব্রতকর খবর

-

আমরা স্ত্রী সন্তানসহ পরিবার হিসেবে বাস করছি। এখন অনেক পত্রিকায় এমন সব খবর প্রকাশ করা হয় যা আমাদের পরিবারের সদস্যদের সন্দেহ ও বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে, যার জন্য অনেক পরিবার বাসায় দৈনিক পত্রিকা রাখার যে রেওয়াজ আছে, তা থেকে বেরিয়ে আসছে। ফলে সুস্থ পরিবার ও সমাজ গঠনে দৈনিক পত্রিকাগুলোর যে ভূমিকা ছিল তা হারিয়ে যেতে চলেছে। এটা ইসলামী মূল্যবোধ, পরিবার ও সমাজের জন্য অশনিসঙ্কেত! এখন আমাদের অনেকেরই দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস রয়েছে। তারা বাসার বাইরে যেয়ে পত্রিকা পড়ে আসি। পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে নিয়েই তো আমাদের পরিবার। সেখানে যদি এমন সব খবর ছাপা হয় যেখানে থাকে ধর্ষণ, অন্যের সাথে পরকীয়া; এ ধরনের আরো যে সব খবর ছাপা হয় যা পরিবার নিয়ে একসাথে পড়া অত্যন্ত লজ্জাজনক ও বিব্রতকর। এতে একে-অন্যের প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়ছে। একটি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। এ ব্যাপারে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আমাদের কৃতকর্মের কারণে আল্লাহর আজাব বিভিন্নভাবে আমাদের ঘিরে ফেলবে এবং আমরা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। মহান আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। আমিন।
মাহমুদ-উল-হক
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা


আরো সংবাদ



premium cement