একটি গুরুতর ভুল
- ১৫ নভেম্বর ২০২১, ০২:২৯
আসসালামু আলাইকুম। আমার পরিবার স্বাধীনতার আগে থেকে দীর্ঘদিন ‘ইত্তেফাক’ পত্রিকাটি পড়ছি। তাদের লেখার স্টাইল আমার কাছে খুব ভালো লাগে।
১৭/০৯/২১ ‘ধর্ম চিন্তা’ পৃষ্ঠা ১৪, লেখক সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, শেরপুর মহিলা কলেজ লিখেছেন : শরিয়াহ অনুযায়ী বছরের ১২টি মাসের মধ্যে চারটি মাসÑ জিলকদ, জিলহজ, মহররম ও সফর অতি সম্মানিত বা হারাম। উনি ভুল করে একটি মাস বাদ দিয়ে আরেকটি মাস যুক্ত করেছেন। উনি বাদ দিয়েছেন রজব মাস এবং এই রজব মাসের স্থলে যুক্ত করেছেন সফর মাস। চারটি হারাম বা অতি সম্মানিত মাসগুলো হলোÑ রজব, জিলকদ, জিলহজ ও মহররম। মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। তাকে বিনীত অনুরোধ, উনি যেন ভুল বুঝতে পেরে সঠিক মাস রজব উল্লেখ করে সে পত্রিকায় একটা সংশোধনী পাঠান।
ম. রউফ চৌধুরী
শান্তিনগর, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা