চলন্ত বাসে অঘটন
- ০৩ নভেম্বর ২০২১, ০৩:২৬
আমরা অনেক সময় বাসে করে যাতায়াত করে থাকি। তবে বিভিন্ন সময় জেনে বুঝে কিংবা ভুলবশত বাসের জানালার বাইরে হাত বা মাথা বের করে রাখি। একজন সচেতন মানুষের কোনোভাবেই এহেন কাজ করা উচিত নয়। অনেকেই ভাবেন, বাসে উঠেছি জানালার বাইরে মাথা বের করে একটু প্রকৃতি দেখি। কিন্তু এসব কর্মকাণ্ড আমাদের জন্য ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ অথবা বিকল হতে পারে হাত কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে । সম্প্রতি ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত হারিয়েছেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনৈক সহকারী অধ্যাপক। এমন অনেক অঘটন নিজ চোখেই দেখেছি বা অনেকেই দেখেছেন। কিন্তু তবুও হেলাফেলা করেই পার করে দিচ্ছেন এসব অঘটনকে। শুধু এটাই নয়, আমরা অনেক সময় বাসের জানালায় মাথা রেখে ফোন কানে দিয়ে কথা বলি বা গান শুনি যার কারণে অনেক সময় বাইরে থেকে ছিনতাইকারীর কবলে পড়তে হয়। আমরা সচেতন হবো কবে? তাই এমন অঘটন ঘটার আগেই সবাই সচেতন হোন।
সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা