সেশনজট নিরসন করা চাই
- ০২ অক্টোবর ২০২১, ০০:০৫
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে স্থবির হয়ে আছে শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে অটোপ্রমোশন দেয়া হয়েছে। তবে সেটা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এ ছাড়াও ন্যাশনাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু প্রোমোশন দেয়া হয়েছে। প্রাইভেট ভার্সিটি তো অনেক এগিয়ে অনলাইনে পরীক্ষা নিয়ে। কিন্তু পিছিয়ে আছে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ। তেমন ক্লাস হচ্ছে না; পরীক্ষা তো করোনার শুরু থেকেই বন্ধ। এ নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা হতাশ। একেতো রেজাল্ট খারাপ হয়, আবার যদি বছরের পর বছর চলে যায়। অনলাইনে জরিপে দেখা গেছে, সাত কলেজের ৯০ শতাংশ শিক্ষার্থী অনলাইনে অথবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক। তারা চান যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সেশনের চাপ কমে। অতিরিক্ত সেশনজট যেমন শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত করে তেমনি দেশে বেকার সৃষ্টি করে এবং দেশের শিক্ষাব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়। অবিলম্বে সাত কলেজের পরীক্ষা অনলাইনে অথবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেয়া এখন সময়ের দাবি।
মো: সায়েদ আফ্রিদী,
শিক্ষার্থী, ঢাকা কলেজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা