২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কলেজ-মাদরাসায় বেতন আদায়ে নৈরাজ্য

-

এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২১ এর ফরম ফিলাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ মাসের বেতন পরিশোধিত থাকার শর্ত জুড়ে দেয়া হয়েছে। প্রতি মাসের বেতন ঠিক কত করে আদায় করতে পারবে, এ ব্যাপারে বোর্ড কিছুই বলেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছা মতো নৈরাজ্য কায়েম করে বসেছে। নামকরা বড় কলেজ ও মাদরাসাগুলোতে ৪০০, ৬০০, ৫০০ এবং গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলো ১০০, ১২০, ১৫০ করে প্রতি মাসিক বেতন নির্ধারণ করছে। নীতিনির্ধাকদের সঠিক সিদ্ধান্তের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির অবারিত সুযোগ দেয়া হয়েছে। শুধু তা-ই নয়, বিগত পাবলিক পরীক্ষায় সরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকেও বেতন আদায় করা হচ্ছে। অথচ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন দাবি করলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিয়ম থাকলেও, বোর্ড তা মনিটরিং করছে না। ফরম ফিলাপের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেয়ার ক্ষেত্রে কড়া নির্দেশনা আরোপ করে প্রকৃত অর্থে কোনো ফায়দা হচ্ছে না। বেতনের নামে টাকা ঠিকই উসুল করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্তদের বিষয়ে কোনো কথা নোটিশে উলেখ না করার কারণে তাদের থেকেও ২৪ মাসের বেতন আদায় করা হচ্ছে। এ বিষয়ে অতিদ্রুত বোর্ডের নির্দেশ জারি করা হোক। বেতনের পরিমাণ নির্ধারণ এবং এসএসসি-দাখিলে বৃত্তিপ্রাপ্তদের বেতন দিতে হবে কি না বিষয়টি পরিষ্কার করে দ্রুত কড়া নোটিশ জারি করা হোক। অন্যথায় বহু নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীর ওপর জুলুম চলতেই থাকবে। পাশাপাশি, সব কলেজ এবং মাদরাসায় নজর রাখা হোক। অভিযোগ লাইন চালু করা হোক।
নৈরাজ্যের শিকার শিক্ষার্থীদের পক্ষেÑ মো: শাকিল উদ্দিন
আলিম পরীক্ষার্থী-২০২১


আরো সংবাদ



premium cement