২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় নির্বাচন কেমন হবে

-

২০২৪ সালের জাতীয় নির্বাচনটি কেমন হবে তারই আলামত আমরা স্থানীয় নির্বাচনগুলোর মাঝে দেখতে পারছি। এসব নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও আওয়ামী লীগের প্রার্থীসহ জাতীয় পার্টির প্রার্থী বা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে লোক দেখাতে পুতুল খেলার মতো ভোট নেয়া হয়েছে এবং পর্যাপ্ত মানুষকে ভোট দিতে দেখা গেছে। কিন্তু এরা কারা? এরা সবাই আওয়ামী লীগের দলীয় লোক কিছু ভিন্নমত পোষণকারী নির্যাতিত নিষ্পেষিত স্থানীয় মানুষ এলাকায় টিকে থাকার জন্য স্থানীয় আওয়ামী লীগের সাথে আঁতাত করে বেঁচে থাকতে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভোটের কেন্দ্রে গেছেন সাংবাদিক ভাইয়েরাও বেছে বেছে বহু লোকসমাগমের ভোট কেন্দ্রে ফটোগুলো জাতীয় পত্রিকাগুলোতে বড় করে ছেপে জাতিকে জানান দিচ্ছেন বহু লোকই আ’লীগ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন। স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে তা অনুষ্ঠিত হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে কোনোরূপ গোলযোগ ছাড়াই ‘শান্তিপূর্ণভাবে’ ভোট দেয়া হয়েছে বা হচ্ছে। এভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, কোনোরূপ বিশৃঙ্খলা ছাড়াই সত্যি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবেই হয়েছে। এত কথিত নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন এ জাতি আর কখনো দেখেনি। এসব কর্মকাণ্ডে এ অন্ধ ও অজ্ঞ জাতি বেশ আহ্লাদে গদগদ হয়ে উঠেছে বা উঠছে। ফলে দেশের পকেট সুশীলসমাজ জাতির ওই গদগদ ভাবখানাকে চাউর করতে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। এভাবে আগামী ২৪ সালের ১১তম জাতীয় নির্বাচনেও জাতীয় পার্টিকে দিয়ে ওই একই খেলা খেলতে পড়শি দাদাবাবু একান্ত সহায়তায় তারা আবারো বিজয়ী হবেনই। তার-ই পূর্ব প্রস্তুতি যেন স্থানীয় চলমান নির্বাচনগুলো। কথা হলো একজন প্রকৃতগতভাবে বোকা মানুষকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু একজন সচেতন মানুষকে চিরদিন বোকা বানিয়ে রাখা যায় না। তদ্রƒপ এই বাঙালি জাতি কিন্তু প্রকৃতভাবে কখনোই অজ্ঞ বা বোকা নয়। আজ হয়তো পরিস্থিতির কারণে বোকা। কিন্তু কাল যখন জ্ঞান ফিরবে তখন এদেরকে কেউ আর থামিয়ে রাখতে পারবে না।
মেজবাহ আলীবাদী হুছাইন
দামোদর, ফুলতলা, খুলনা।


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু

সকল