জাল টাকার কবলে বাংলাদেশ
- ০৪ জুলাই ২০২১, ০০:০০
দেশে যে হারে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জাল টাকার ছড়াছড়ি তা দ্রুত প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। শোনা কথা, রক্ষককে ম্যানেজ করে দেশে দেশে জাল টাকার মহোৎসব। আইনশৃঙ্খলাবাহিনীর বিপথগামী সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাহিনীকে সোচ্চার ও সচেতন হতে হবে যারা জাল টাকা তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে। দেশে জাল টাকার উদ্বেগজনকভাবে বেড়ে চলা বিপজ্জনক। কোনোভাবেই জালিয়াত চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না আইনি সীমাবদ্ধতার কারণে। জাল টাকার সাথে জড়িতরা প্রায় সময় আইনের ফাঁকফোকরে জামিন নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। অভিযোগ, তাদের এ কাজে সরকারি উকিলরা সহযোগিতা করে থাকেন। কোর্ট-কাচারিতেও অবৈধ সিন্ডিকেট আজকাল প্রকট আকার ধারণ করেছে। পিপি বা সরকারি উকিলরা একচেটিয়া যেকোনো অপরাধী কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসেন; তবে এখানেও এক বিরাট চক্রের খেলা। কর্তৃপক্ষ যেন জেনেও না জানার ভান করে। এটাও একধরনের অমানবিক ব্যাপার। আইন দুর্বল থাকার কারণে জাল টাকার আসামিদের বেশি দিন জেলে থাকতে হয় না। সাক্ষীর অভাবে জাল টাকার আসামিদের বেশি দিন ধরে রাখা দুষ্কর। আইন মন্ত্রণালয়ের পরিকল্পিত ও কঠোর উদ্যোগই পারে জাল টাকা তৈরি ও বিস্তার রোধ করতে।
মাহবুবউদ্দিন চৌধুরী
আহ্বায়ক, সচেতন নাগরিক সমাজ
১৭, ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা-১২০৪।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা