২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একি স্বাধীন সাংবাদিকতা!

-

তোলপাড় চলছে সাংবাদিক রোজিনা ইসলামের সরকারি ও দর কারি নথি চুরি ও তার ছবি তোলা ইত্যাদি নিয়ে। এসব অজুহাতে তার বিরুদ্ধে মামলা, গ্রেফতার, ৫ ঘণ্টা সচিবালয়ে আটকে হেনস্তা, আবার সে মামলা নাকি ১৯২৩ সালের আইনে। সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকেও মামলার বৈধতার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে। আমরা সাধারণ পাবলিক ওসব আইন, বৈধ-অবৈধ সম্পর্কে কোনো ধারণা না রাখলেও ঘটনাটা বিবেককে খোঁচা দিয়ে চলেছে। তাহলো, সস্তা খবর কৌতুহলোদ্দীপক না হলেও কোনো গোপন সত্য খবর সর্বসাধারণ্যে আকর্ষণীয় হয়ে থাকে। আর পাঠক রাষ্ট্র ও জনকল্যাণমূলক খবরই সর্বদা আশা করে থাকে। কিন্তু জনস্বাস্থ্য বিভাগের মতো একটি জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠানে কি এমন গোপন নথিপত্র থাকতে পারে যে, তা সংরক্ষণ ও চুরির প্রশ্ন পর্যন্ত উঠতে পারে এবং তা মামলা পর্যন্ত গড়াতে পারে, বোধগম্য নয়। স্বচ্ছতার দাবি হওয়া উচিত, কোনো সংবাদ সংস্থা বা অন্য কোনা দায়িত্বশীল সংস্থা সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কোনো তত্ত্ব বা তথ্য সম্পর্কে জানতে চাইলে স্বচ্ছভাবে তা সরবরাহ করাটাই স্বাভাবিক। যদি সেরূপ কিছু ‘চুরি’ হয়েও গিয়ে থাকে দিনেদুপুরে একজন মহিলার পক্ষে তা কি সম্ভব? তার পরও যদি সেই তত্ত্ব বা তথ্য প্রকাশিত হয়ে পড়ে, তাহলে সেই ‘মিথ্যা’কে ‘সত্য’ প্রমাণের জন্য আদালতের দরজা বন্ধ নেই। সেখানে প্রয়োজনে মামলা কি করা যেত না? তা না করে কর্তৃপক্ষের পক্ষ থেকে যা হচ্ছে, তাতে কি ওই প্রতিষ্ঠানের করোনাকালীন দুর্নীতির যে স্তূপ উন্মুক্ত হয়ে পড়েছিল, তা-ই সত্য বলে আবারো প্রতিষ্ঠা পেয়ে যায় না? বলা বাহুল্য, মানুষ তার ভালো কাজ ও কথা প্রচার করলেও অপরাধী অপরাধ ঢেকে রাখার জন্যই চেষ্টা চালিয়ে থাকে। এ ব্যাপারটি কি সে রকমই প্রমাণ বহন করে না?
মো: গুল হাসান, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল