প্রয়োজন পর্যাপ্ত আইসিইউ ও অক্সিজেন মজুদ
- ১১ মে ২০২১, ০২:২৪
নতুন নতুন ভেরিয়েন্ট ও ক্রমাগত রূপরেখা বদলে করোনা যেন আরো শক্তিশালী। মহামারী ঠেকাতে দফায় দফায় ‘লকডাউন’ বাড়ানো হচ্ছে।
অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ শয্যার অভাবে রোগীর সঙ্কটাপন্ন অবস্থা। দেশের নড়বড়ে চিকিৎসাব্যবস্থা আরো স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। রোগীদের একটি বড় অংশের জন্য আইসিইউ সুবিধা প্রয়োজন। কিন্তু প্রয়োজন অনুযায়ী দেশের হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ শয্যা। স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্যানুযায়ী,সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১১৬৯টি। এর মধ্যে সরকারি হাসপাতালে রয়েছে ৪৩২টি এবং বেসরকারি হাসপাতালে ৭৩৭টি; যা প্রয়োজনের চেয়ে নগণ্য।
পরিস্থিতি বিবেচনা করে আইসিইউর সংখা বাড়ানো হোক। অক্সিজেনের সরবরাহও পর্যাপ্ত করার উদ্যোগ নেয়া হোক।
আরিফুল ইসলাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, চট্টগ্রাম
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা