২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা স্থানান্তর করা হোক

-

পুরান ঢাকার বেশির ভাগ আবাসিক ভবনে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা রয়েছে। আর এ কারণেই একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটেই চলেছে। আবারো এক বিভীষিকাময় ভোর দেখতে হলো সেখানকার বাসিন্দাদের! অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে তাদের। ২৩ এপ্রিল ভোরে আরমানিটোলায় একটি ছয়তলা ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় কলেজছাত্রীসহ চারজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এর আগে নিমতলী ও চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক। নিমতলী, চুড়িহাট্টায় ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরের কথা বলা হলেও আজ অবধি বাস্তবায়ন হয়নি। রাসায়নিক দ্রব্য থেকে প্রতিটি অগ্নিকাণ্ডের সূত্রপাত। পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এখন সময়ের দাবি। পুরান ঢাকা থেকে অবিলম্বে সব বৈধ-অবৈধ রাসায়নিক কারখানা, দোকান ও গুদাম সরাতে কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অগ্নিকাণ্ডের মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেই চলবে। এ নিয়ে সময়ক্ষেপণ করা আর উচিত নয়। তাই পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের কারখানা, দোকান ও গুদাম যেন অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তর করা হয় সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
ফজলে রাব্বি
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

 


আরো সংবাদ



premium cement