২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় মাউশির আঞ্চলিক কার্যালয়

-

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ৯টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে রয়েছে ১০টি জেলা, ৫৯টি উপজেলা। প্রতিটি উপজেলায় গড়ে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান হলে মোট দাঁড়ায় এক হাজার ৭৭০টি (বাস্তবে আরো বেশি)। মধ্যে যদি ৩০ শতাংশ প্রতিষ্ঠান থেকে আবেদন যায়, তাহলেও ফাইলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৩১ (বাস্তবে আরো বেশি)। এতগুলো ফাইল পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করতে গিয়ে অনেক সময় কিছু ফাইল অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকে। এ ছাড়া খুলনা আঞ্চলিক অফিসের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। টাকা দিলে এমপিওর ফাইল ফিরে পায় তার আপন গতি, না দিলে ফাইল সঠিক থাকা সত্ত্বেও বাতিল করে দেন। কখনো কখনো অনিষ্পন্ন অবস্থায় ফেলে রাখেন। এমন অভিযোগ অহরহ। তা ছাড়া কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একেবারেই শেষপ্রান্তে অবস্থিত। কুষ্টিয়া থেকে খুলনার দূরত্ব ১৫৯ কিলোমিটার; যেতে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা।
তাই খুলনা আঞ্চলিক অফিসের কাজের চাপ এবং অব্যাহত দুর্নীতি হ্রাস করতে বৃহত্তর কুষ্টিয়ার তিনটি জেলা, পার্শ্ববর্তী ঝিনাইদহ ও মাগুরা জেলা এই পাঁচটি জেলা নিয়ে পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হলে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হবে; সাথে সাথে শিক্ষক-কর্মচারীদের সময়, অর্থ ও ভোগান্তিও অনেক কম হবে। মাত্র চারটি জেলা নিয়ে মাউশির কুমিল্লা অঞ্চল গঠিত হয়েছে। তাহলে পাঁচটি জেলা নিয়ে কুষ্টিয়ায় আলাদা আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যেতেই পারে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কাছে প্রত্যাশা, কুষ্টিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য পৃথক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনে উদ্যোগ গ্রহণ করবেন।
সনি আহমেদ
মিলপাড়া, কুষ্টিয়া


আরো সংবাদ



premium cement