২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লুটপাট থেকে পরিত্রাণ চাই

-

মানুষের মধ্যে দ্বন্দ্ব ও রেষারেষি বেশিই লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পূর্বশত্রুতার জের ধরে সহিংসতায় তিনজনের প্রাণহানি ঘটেছে যা একেবারেই অপ্রত্যাশিত। প্রাণহানিকে কেন্দ্র করে লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। নিরাপত্তাহীনতায় কেউ বাড়িতে বসবাস করতে পারছে না। বোরো ধানের মৌসুম হওয়ায় মানুষ পাকাধান ঘরে তোলার জন্য ব্যস্ত থাকত। ওই সহিংসতায় অভিযুক্তদের বিচার আইন অনুযায়ী চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটাই প্রত্যাশা। কিন্তু বাড়িঘরে অন্যায়ভাবে ভাঙচুর ও লুটপাট চালানো কতটুকু যৌক্তিক? সহিংসতাকে কেন্দ্র করে যাতে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট বন্ধ করা হয় এবং কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ফজলে রাব্বি
কুলিয়ারচর, কিশোরগঞ্জ


আরো সংবাদ



premium cement