২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসব চাষাকে কি ‘কাফের’ বলবেন?

-

ফারসি ভাষায় তাঁতি হলো জোলা। যেমন ইংরেজিতে ‘উইভার’। উইভার মানে কি খ্রিষ্টান তাঁতি? তা হলে মুসলমান তাঁতিকে ফারসি ভাষায় ‘জোলা’ বলতে হবে কেন? তা হলে মুসলমান চাষাকে আরবি ভাষায় ‘কাফের’ বলা যাবে কি? কাফের শব্দের এক অর্থ চাষা (ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং সূরা আল হাদিদ, আয়াত-২০ পবিত্র কুরআনুল কারিম, বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির, মদিনা মনোয়ারা, অনলাইনে এই তাফসির পাওয়া যায়)। মুসলমান চাষা, মুসলমান তাঁতিকে ফারসি ভাষায় জোলা বললে মুসলমান তাঁতি ও মুসলমান চাষাকে আরবি ভাষায় ‘কাফের’ বললে তা কি সঠিক হবে? তাঁতিদের ‘জোলা’ বলা বন্ধ করুন। উলঙ্গ অবস্থা থেকে তাঁতিরা মানুষকে সভ্য বানিয়েছেন। সুতরাং একদিক দিয়ে তাঁতিরাই জাতিশ্রেষ্ঠ।
আনিসুল হক
বনানী, ঢাকা


আরো সংবাদ



premium cement