প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম
- ১৬ এপ্রিল ২০২১, ০১:০৯
বেশ কয়েক মাস ধরে করোনার সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মার্চের প্রথম সপ্তাহের পর থেকেই তা আবার বাড়তে শুরু করেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া ও মৃত্যুবরণের ঊর্ধ্বমুখী পরিসংখ্যান নিদারুণ উদ্বেগজনক পরিস্থিতির জানান দিচ্ছে। এটি প্রতিরোধে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নতুন করে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে বেশি। কিন্তু এ পরিস্থিতিতে আমাদেরকে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক বা শারীরিক দূরত্ব মেনে চলাফেরা করতে হবে। সামাজিক বা শারীরিক দূরত্ব স্থাপন সংক্রামক রোগ বিস্তার প্রতিরোধের জন্য সর্বোত্তম ওষুধবিহীন পদক্ষেপ। সুতরাং করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিপর্যায়ে পরিচ্ছন্নতা এবং নিজেকে অন্যের সংস্পর্শ থেকে দূরে রাখাই প্রধান অবলম্বন।
মেহেদী হাসান অর্ণব
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা