লকডাউনে দরিদ্রদের আর্থিক প্রণোদনা দিন
- ০৭ এপ্রিল ২০২১, ০০:০০
লকডাউনের পাশাপাশি নিশ্চিত করতে হবে বাসগৃহে আটকে পড়া দরিদ্র জনগোষ্ঠীর অন্নসংস্থান। গত বছরের লকডাউনে দরিদ্র জনগোষ্ঠীর আহাজারি আমরা লক্ষ করেছি। লকডাউনের কারণে নিম্নবিত্ত মানুষ অসহনীয় কষ্টে দিনাতিপাত করে। যেহেতু তারা দিন এনে দিন খায় তাই লকডাউন মেনে চলা তাদের পক্ষে সম্ভব হয় না। ক্ষুধার তাড়না সইতে না পেরে তাদের বেশির ভাগই লকডাউন ভেঙে বাইরে আসে। এবার আর আগের বছরের পুনরাবৃত্তি চাই না। একটি বিশ্বস্ত ও দক্ষ কমিটি গঠন করে রমজানের আগেই দরিদ্রদের আর্থিক সহায়তা পাঠাতে হবে। ত্রাণ কর্মসূচিতে গত বছর যে হরিলুট হয়েছিল তা মাথায় রেখে এবারের কর্মসূচি গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্যের গতি যথাসম্ভব সহনীয় করতে হবে।
আ: রহমান দেওয়ান
শিক্ষার্থী, রামগঞ্জ সরকারি ডিগ্রি
কলেজ, লক্ষ্মীপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা