আইনটি দ্রুত করা হোক
- ০৩ এপ্রিল ২০২১, ০০:০০
অন্যের জমি ১২ বছর ধরে দখলে রাখতে পারার প্রমাণ প্রদর্শনে জমিটিতে দখলদারের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে আসছিল যুগ যুগ ধরে। নিজের কেনা জমিতে কাউকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দিলে, কিংবা দয়াপরবশত হয়ে অসহায়কে বিপদের সময়ে ঠাঁই দেয়ার পর, প্রয়োজনে তাদের সরে যেতে বললে, তারা সরে না গিয়ে বরং দখলস্বত্বের মালিকানা দাবি করে বসে। প্রচলিত আইন এই দখলদারদের অন্যায় দাবিকে মদদ দেয় বলে যে যেখানে ‘যেভাবে পারে’ দখলের অসুস্থ প্রতিযোগিতায় মেতে রয়েছে। এ ক্ষেত্রে পেশিশক্তি এবং ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তারা এ কথা প্রতিষ্ঠিত করে ফেলছে- ‘জোর যার মুল্লুক তার’। এহেন জোর-জবরদস্তি প্রমাণে অনেকে হত্যা-নির্যাতন পর্যন্ত করার ঘটনা আছে। এই ‘মগের মুল্লুক’ থেকে সমগ্র দেশবাসীকে সুরক্ষা দিতে ‘দলিল যার সম্পত্তি তার’ শীর্ষক একটি যুগোপযোগী আইনের খসড়া ভূমি মন্ত্রণালয় তৈরি করে তা মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পাস করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদে প্রকাশ। আইনটি যত দ্রুত আলোর মুখ দেখবে, ততই দেশ ও জাতির মঙ্গল। ভূমি মন্ত্রণালয়কে খসড়াটি তৈরির জন্য ধন্যবাদ জানিয়ে স্বল্পতম সময়ে তা আইনে পরিণত করার অনুরোধ করছি।
ইব্রাহীম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা