২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বর্তমান সময় নিয়ে কিছু কথা

-

দেশে এসব কী হচ্ছে। দিন দিন নিত্যনতুন নাম-পদবির জন্ম হচ্ছে : প্রথম পর্যায়ে শোনা গিয়েছিল ভূমিহীন, গৃহহীন, তারপর এলো ‘থাবাপার্টি, অজ্ঞান পার্টি, গামছা পার্টি, ছিনতাই পার্টি, আলোচিত হলো ইভটিজিং পার্টি, বাড়ালো ধর্ষণ এবং বাবা-মা কর্তৃক পুত্রহত্যা, বেপরোয়া ধর্ষণ আজ এমন মহীরুহে পরিণত হয়েছে যে, সর্বোচ্চ বিদ্যাপীঠ শ্রদ্ধাভাজন পিতৃতুল্য শিক্ষক কর্তৃক সুশিক্ষা ও নৈতিকতা শিক্ষাদানের পরিবর্তে কন্যাতুল্য ছাত্রী ধর্ষণ। জাতির মুখ লুকানোর জায়গাও সঙ্কীর্ণ হয়ে পড়েছে।
সরকারেরই পরিচয়ধারীদের মধ্যে ক্যাসিনোর ছত্রছায়ায় দুর্নীতি, অর্থপাচার, তারই ফাঁকে এলো মহামারী করোনা। মানুষের জীবন-মৃত্যুর মুখোমুখি শুরু হলো অসহায় মানুষের জীবন বাঁচানোর উপকরণ মাস্ক থেকে শুরু করে ওষুধ, অক্সিজেন, এমনকি ভুয়া করোনা সনদবাণিজ্য। এটা যোগ হলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসবাণিজ্য, ভর্তিবাণিজ্য, মামলাবাণিজ্য, জামিনবাণিজ্য ইত্যাদির সাথে। তারপর আবির্ভূত হলো পি কে হালদার। দেখা গেল, লাখ লাখ মেট্রিক টন পাথরখেকোÑ ভদ্রবেশী ২২ জন সাগরচোরের ছবি; জাতির মাথা হেঁট।
এসব কি একদিনে হয়েছে? সংস্থাগুলোর কি অভিভাবক ছিল না? থাকলে ওসব এত বছর চলতে পারল কিভাবে? সান্ত্বনা থাকত, ওই সব অপরাধ যদি অশিক্ষিতের দ্বারা হতো। দেশবাসী বিশ্বাস করবে কাকে? কাঁথা-বালিশ দরজার পর্দা পর্যন্ত নিয়েও কেলেঙ্কারি হতে পারে? এবার নতুন ‘মহামারী’ তুল্য কথিত কিশোর গ্যাং। দোষারোপ করা হচ্ছে পুলিশের ভূমিকাকে। কিন্তু তাতে কী লাভ? পুলিশের দোষ-ত্রুটি থাকতে পারে। তবে কিশোরদের অপরাধের ব্যাপারে তাদের আগাম কী করার থাকতে পারে? অর্থের প্রাচুর্যে ও সোহাগের আতিশয্যে ওদেরকে কিনে দেয়া হয়েছে টাচ মোবাইল। তার মধ্যে যা হচ্ছে, তা বলার মতো নয়। আমার গ্রামের এক পিচ্চি নাতি আমাকে বলছে, বুড়াডা! (রংপুরের আঞ্চলিক ভাষায় ‘দাদা’) মোবাইলটার দাম কত জানেন? ২২ হাজার টাকা। মোবাইল ওয়ালার বয়স মাত্র ১৬-১৭ বছর। এ দিকে বিশেষ করে শহরাঞ্চলে ধর্মীয় শিক্ষা কতটুকু আছে তা ভালোই জানেন সবাই। অভিভাবক তার পরিবারকে ধর্মীয় শিক্ষাসহ নৈতিক এবং অন্যান্য সুশিক্ষায় গড়ে তুলতেন। কিন্তু তা না হয়ে পচা পানির স্রোতের সাঁতারু হলেন।
এখন নিজেকে নিজেই দেখতে হবে। বাকিটা সমাজ রাষ্ট্র পুলিশের দায়। কেন দেশটা হবে জাহান্নাম? মহান স্রষ্টা দুই-একটি শাস্তির মাধ্যমেই তাঁর অসংখ্য বান্দাকে সুখে বা নিরাপদে রাখার জন্য যে বিধান দিয়েছেন, তারই অনুসরণ করলে দেশ সমাজ ও বিশ্ব শান্তির আলয়ে পরিণত হতে পারত তবে এটা কে করবেন?
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল