সড়ক দুর্ঘটনা রোধে করণীয়
- ০৫ মার্চ ২০২১, ০১:২৭
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সড়ক দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে প্রথমেই গাড়ির গতি কন্ট্রোল করতে হবে। গাড়ি হাইওয়েতে ৫০ কিলোমিটার এবং শহরের ভেতর ৪০ কিলোমিটার সর্বোচ্চ স্পিড হতে হবে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাসস্টপেজে সিসি ক্যামেরা বসাতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে বড় রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও সিসি ক্যামেরা বসাতে হবে। চালক আইন অমান্য করে গাড়ি চালালে অবশ্যই তা শাস্তির আওতায় আনতে হবে। সব বিচার কাজ দ্রুত করতে হবে। ক্ষতিগ্রস্তদের সরকারের তহবিল থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যাতে বেঁচে যাওয়া লোকেরা সারাজীবন আর্থিক সঙ্কটে না পড়েন সে পরিমাণ সাহায্য করতে হবে। যানবাহনের উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালক থাকতে হবে। প্রত্যেক জেলায় তা ঢোকার আগে সিসি ক্যামেরা থাকতে হবে।
সৈয়দা শাহিনা খান
সাবেক সংসদ সদস্য, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা