দড়ি টানাটানি এবং ...
- ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৯
২৮-১২-২০ তারিখে বিবিসি সংবাদে জানা গেছে দেশের চালকল মালিকদের নিকট সরকারের অসহায়ত্বের কথা। মিল মালিকদের ধান-চাল মজুদ করার জন্য আইনেই অনুমোদনে দেয়া আছে। মালিকরা বলছেন, আমরা আইন মেনেই মজুদ করেছি। এরপর একজন বলেন, আইনে সংশোধনী না আনা পর্যন্ত সরকারের করার কিছু নেই। এমতাবস্থায় সরকারের আমদানি করা চাল বাজারে পৌঁছলে দাম কমে আসতে পারে। অপরপক্ষে সরকার বলছে, এই যে চাল আসছে, এই এলো বলে। এ দিকে দুপক্ষের টানাটানির দড়ির ফাঁস হাভাতে জনগণের গলায়। জানপ্রাণ কতজনের যাবে? না গেলেও জিহ্বা হয়তো বেরিয়ে পড়বে কয়েক হাত। আর দু-একজনও মরলে মলম লাগিয়ে লাভ হবে কিছু?
দুইপক্ষের পাতে তিন সন্ধ্যা চিকন চালের ভাত আর পদ্মার ইলিশের হয়তো অভাব নাই। ভাবখানা হলো, ‘যায় যাউক বদিয়ার বাড়ি পোড়া, সেই জন্য হামরা চলন নষ্ট করমো নাকি।’ অসহায় জনগণের আল্লাহ সহায়।
কাজী মোঃ গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা