২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইল কাটা সংস্কৃতি বন্ধ হোক

-

যত দিন যাচ্ছে তত মনে হয় মানুষের নৈতিকতা, মূল্যবোধ, সততা হারিয়ে যাচ্ছে। অবৈধ পেশিশক্তির প্রয়োগ সর্ব জায়গায় পরিলক্ষিত। গ্রাম থেকে শহর সব জায়গায় যেন সীমানা নিয়ে ঝামেলা বেড়েই চলছে। শহরের মানুষ এই ক্ষেত্রে কিছুটা ভালো হলেও গ্রামে সীমানা নিয়ে ঝগড়া-বিবাদ যেন মাহামারী ধারণ করেছে। প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হয় এসব ঝগড়া-বিবাদ। বিবাদে জড়ায়ে অনেকের জীবন চলে যাচ্ছে। একটি বিষয় লক্ষণীয়Ñ এই ঝগড়াগুলো বেশির ভাগ দুই-তিন ইঞ্চি বা এক-দেড় হাত জমির জন্য হয়ে থাকে। সমাজে যাদের পেশিশক্তি বেশি তারা অন্যায় করলেও যেন জিতে যায়। অপর পক্ষ তুলনামূলক দুর্বল হওয়ার কারণে পেশিশক্তির কাছে হারিয়ে যায়। গ্রামে এমন কিছু স্বভাবের মানুষ বা বংশ পাওয়া যায় যারা জমির সীমানা কাটার দিক থেকে এগিয়ে থাকে। অথচ এভাবে অন্যায়ভাবে অন্যের জমির আইল-সীমানা কেটে নেয়া অপরাধ। সমাজে আধিপত্য ও পেশিশক্তির কারণে এই অপরাধগুলো যেন হালাল হয়ে গেছে। কেউ একবিন্দু ছাড় দেবে এমন মানসিকতা যেন উঠেই যাচ্ছে। অথচ মানুষ মরে গেলে সাড়ে তিন হাত জায়গার বেশি কিন্তু কেউ নিতে পারে না। অনেক ক্ষেত্রে শেষ ঠিকানা আর নিজের জায়গাতেও হয় না। সমাজের নির্দিষ্ট কবরস্থান বা সরকারি কোনো জায়গাতেই দাফন হতে হয়। তাই সবার কাছে আকুল আবেদনÑ এই ক্ষণস্থায়ী জীবনে একটু জমি-জায়গার জন্য ঝগড়া বন্ধ করুন। সমাজে সবাই একত্রভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করুন। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। ভালোবাসা আর সম্প্রীতিতে গড়ে উঠুক আমাদের ভবিষৎ প্রজন্ম।
আব্দুর রউফ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়


আরো সংবাদ



premium cement