২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চিকিৎসায় নতুন নিয়ম

-

ডাক্তাররা অনেকে চিকিৎসা নিয়ে ‘বাণিজ্য’ করেনÑ এ অভিযোগ অনেক পুরনো। কোম্পানির কাছ থেকে ফায়দা নিয়ে ব্যবস্থাপত্রে ওই কোম্পানির ওষুধ লিখা; টেস্টে পার্সেন্টেজ পাওয়ার জন্য অতিরিক্ত বা ভুয়া টেস্ট করার নির্দেশ দেয়া, রোগীর কথা না শুনেই প্রেসক্রিপশন লিখতে শুরু করা, সিজারিয়ান অপারেশনের উপদেশ দেয়া, প্রেসক্রিপশন দুর্বোধ্য করে লিখা, এসব নিয়ে এখন আর কেউ মাথা ঘামান না। রোগী সব কিছু বুঝেও উপায় না দেখে তাদের শরণাপন্ন হন। যিনি পারেন ভারতে বা অন্য দেশে যান। এখন নতুন একটা প্রবণতা চালু হয়েছে। সেটি বেশি দিন আগে ছিল না। ভিজিট দিয়ে রোগী দেখানোর পর যে টেস্ট লিখে দেয়া হয়, তার রিপোর্ট দেখাতে আবারো ভিজিট দিতে হয়। চিকিৎসা যেন আর সেবা নয়Ñ এটা এখন ব্যবসায়। এর কোনো প্রতিকারের জায়গা কি এ দেশে নেই? ডাক্তারদের কাছে অনুরোধ, নতুন চালুকৃত এ নিয়ম প্রত্যাহার করুন। অসহায় মানুষ কিছু হয়তো করতে পারবে না। তবে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। করোনা থেকে শিক্ষা নিন। এর চেয়েও বড় ভাইরাস নাকি আসছে।
মোহাম্মদ দেলোয়ার হোসেন
নূরিয়া লাইব্রেরি, ঝালকাঠি


আরো সংবাদ



premium cement