মুচিদের অবজ্ঞা নয়
- ২৫ নভেম্বর ২০২০, ০০:০০
কখনো রাস্তার পাশে কিংবা ফুটপাথে। আবার কখনো, ঝড় বৃষ্টির মধ্যে ছাতার নিচে বসে যিনি জুতা সেলাই করেন তিনিই কি মুচি? না তিনি মুচি নন। তিনি আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। অন্য সব পেশার মানুষের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু আমাদের সমাজের দেয়া অভিশপ্ত নাম মুচি। সমাজ যখনই উঁচু-নিচু বিভেদের দেয়াল টেনে দেয়। তখনই হেয় হয় সমাজের উপাধিপ্রাপ্ত মুচি সম্প্রদায়। অথচ এই মুচিই আমাদের বিপদের বন্ধু। কিন্তু আজ সমাজ তাকে অবজ্ঞা করছে। কোনো পেশাই অসম্মানের নয়। রিকশাচালক থেকে শুরু করে চা-পান বিক্রেতা পর্যন্ত প্রত্যকটি পেশাই সম্মানের। আজ আপনি যাকে মুচি বলে সম্মোধন করছেন, তিনিই হয়তো আমাদের কারো বাবা, কারো ভাই কিংবা কারো আত্মীয়-স্বজন। আসুন আমরা সবাই সব বাধা-ব্যবধান ভুলে মুচিদের প্রতি সম্মান প্রদর্শন করি।
হাছান মাহমুদ শুভ
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ
যধংধহসধযধসঁফংযড়াড়৯০০৫@মসধরষ.পড়স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা