২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানবজাতির জন্য করণীয়

-

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ে সব ধর্মের অনুসারী ছাত্রছাত্রীদের নিজ নিজ ধর্মের বইপুস্তক যেমন কুরআন, হাদিস, বেদ, পুরাণ, ত্রিপিটক, বাইবেল ইত্যাদি মূল গ্রন্থ অনুবাদসহ বুঝে পড়তে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সবাই মিলেমিশে সুখে, শান্তিতে বসবাস করা প্রয়োজন।
সৃষ্টিকর্তার ভয়, দোজখ/ নরকের ভয়, স্বর্গ/বেহেশতের আশা থাকলেই ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন ভাষার মানুষ একত্রে সম্প্রীতির সাথে বসবাস করতে পারবে। হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ শত বছর আগে মদিনায় এ রকম শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সদিচ্ছা থাকলে আজো তা সম্ভব।
ঈধঢ়রঃধষরংস, ঝড়পরধষরংস, ঈড়সসঁহরংস প্রভৃতিতে বিশ্ব সমস্যার সমাধান নেই। থাকলে এত যুদ্ধ হতো না। মানবকল্যাণের একমাত্র সমাধান ইসলাম। কিন্তু ইসলাম কায়েমের শক্তি মুসলমানদের নেই।
ঝঁৎারাধষ ড়ভ ঃযব ভরঃঃবংঃ পশুর কথা, খরাব ধহফ ষবঃ ষরাব মানবতার নীতি। শয়তান মুসলমানদের শতভাগে ভাগ করে রেখেছে। তা ছাড়া বিশ্বাসঘাতকও বেশি। শান্তি পেলে ক্রমান্বয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সারা পৃথিবীতেই ইসলামী আদর্শকে প্রতিষ্ঠা করা যেতে পারে। মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সমর্থন আদায় করুন। ধর্মহীনতা চলতে পারবে না। যার যার ধর্মের মূল নীতি মানতে হবে।
আমিনুল হক, ঢাকা


আরো সংবাদ



premium cement